অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করায় মিষ্টি ছায়া’র ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার (২ মার্চ) শহরের উত্তর চাড়িপুর এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ এ জরিমানা করেন।


তিনি জানান, জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামানের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারাখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদনের চিত্র পাওয়া যায়। এর প্রেক্ষিতে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুসারে কারাখানাটিকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এছাড়া কারখানার পরিবেশ উন্নত করার জন্য প্রতিষ্ঠানের মালিককে নির্দেশ দেয়া হয়।


অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী’র সহকারী পরিচালক সোহেল চাকমাসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।