মন্দির পাহারা দিয়ে ফেনীতে সম্প্রীতির উদাহরণ স্থাপন করল হেফাজতের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ভারতে এনআরসি ও সিএএ-এর নামে মুসলিম গণহত্যা, মসজিদ ধ্বংস ও বাংলাদেশে নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি।


বিক্ষোভ সমাবেশ হতে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে জগন্নাথ বাড়ি মন্দির ও ট্রাংক রোডে জয়কালী মন্দির নিরাপত্তায় পাহারা দিতে দেখা গেছে দলটির কর্মীদের। বিক্ষোভের পুরোটা সময় জুড়ে হাতে হাত ধরে ব্যারিকেডের সৃষ্টি করে মন্দির পাহারা দেয় তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও ও স্থিরচিত্র বিপুল প্রশংসা পেয়েছে।


সংগঠনের ফেনী জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ইলিয়াস হোসেন বলেন, এদেশে আমরা সকল ধর্মের মানুষ সৌহার্দপূর্ণ পরিবেশে বসবাস করি। দিল্লীতে মুসলমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছি। মিছিলে বিভিন্ন ধরনের মানুষ আসতে পারে। উদ্দেশ্যমূলকভাবে মন্দিরে যাতে কেউ হামলা করতে না পারে তাই এ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


তিনি জানান, কারো হীন উদ্দেশ্যের কারণে আমাদের সংগঠন অথবা হিন্দু-মুসলমান বিদ্বেষ সৃষ্টি হোক তা আমরা চাই না।