নোভেল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে দর্শনার্থী ও কর্মরতদের সকলকে বাধ্যতামূলকভাবে সাবান পানিতে হাত ধুতে হবে। জরুরী ভিত্তিতে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে চট্টগ্রাম জেলার অন্তর্গত সকল বিভাগের সিভিল সার্জনকে চিঠি দিয়েছে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর।


বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ হাসান শাহরিয়ার কবীর জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে বিভাগের সকল জেলার সরকারী, বেসরকারী হাসপাতাল, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত প্রত্যেক ব্যক্তি ও রোগী- দর্শনার্থীদের আগমন ও প্রস্থানের সময় অবশ্যই সাবান দিয়ে হাত ধৌত করতে হবে।


পরিচালক বলেন, এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে শুক্রবার বিভাগের সকল সিভিল সার্জনদের কাছে চিঠি প্রেরণ করা হয়েছে। তারা নিজ নিজ জেলার স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে এ চিঠিটি প্রেরণ করবেন। এছাড়া এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে তদারকি করবেন।