করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে জনসচেতনায় নেমেছেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান। আজ রবিবার (২২ মার্চ) বিকাল ৫টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ২৯ জন পথ শিশুর মাঝে পরিচ্ছন্নতা উপকরণ বিতরণ করেন তিনি। এতে কাপড় ধোয়ার সাবান ও গায়ে মাখার সাবান রয়েছে।


পরিচ্ছন্নতা উপকরণ প্রদানকালে জেলা প্রশাসক শিশুদের হাত ধোয়ার কৌশল শেখান। তাদের কাছ হতে হাত ধোয়ার নিয়ম জানতে চান। পথশিশুদের সাবান বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, স্বাস্থ্য ঝুঁকিতে সব পর্যায়ের মানুষ রয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ হতে শিশুরাও নিরাপদ নয়। তাদের স্বাস্থ্য সুরক্ষার চেষ্টা করা আমাদের দায়িত্ব।


পথ শিশুদের সাবান বিতরণের পর জেলা প্রশাসক নিজ কার্যালয়ের নিচতলায় নতুন করে স্থাপিত হাত ধোয়া কর্নার পরিদর্শন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ সুমনী আক্তার, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা শিরীন, মোঃ মনিরুজ্জামান, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, স্বেচ্ছাসেবী সংগঠন সহায়’র প্রধান সমন্বয়ক মনজিলা মিমি প্রমুখ উপস্থিত ছিলেন।


এর আগে বিকাল ৪টায় জনসচেতনতা বৃদ্ধিতে ও সংক্রমণরোধে ফেনী পৌরসভার ১০০ জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে হাত ধোয়ার উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক।