করোনাভাইরাস আতংকে জনজীবন স্থবির। সামাজিক দুরত্ব নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনী ও আইন-শৃংখলা বাহিনী। মানুষের চলাফেরার ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। জনপদে চলছে কার্যত লকডাউন।


পরিস্থিতি বিবেচনায় নিম্ন আয়ের ১৫ ভাড়াটিয়ার দুই মাসের ঘর ভাড়া না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ফেনীর এক বাড়িওয়ালা।


শহরের বিরিঞ্চিতে নিজ স্থাপনায় বসবাসরত ৭ পরিবার ও ৮ দোকানির মার্চ-এপ্রিল মাসের ভাড়া মওকুফ করেছেন তসলিম মাহমুদ টিটু।


চায়না কোম্পানী জেডটিই কর্পোরেশনের ঢাকা অফিসে কর্মরত উচ্চপদস্থ এ কর্মকর্তা বলেন, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশে সবকিছু বন্ধ। নিম্ন আয়ের মানুষরা কর্মহীন হয়ে পড়েছে। তাই আমার কলোনীতে অবস্থানরত সকল ভাড়াটিয়ার দুই মাসের ভাড়া লাগবে না বলে তাদের জানিয়ে দিয়েছি।


টিটু জানান, ফেনী শহরের বিরিঞ্চির শাপলা চত্বরে পৈত্রিক জমিতে ২০১৭ সালে আধা পাকা সাতটি সাতটি ঘর নির্মাণ করা হয়। প্রতি ঘরে দুটি কক্ষ ও একটি বাথরুম রয়েছে। এছাড়াও আটটি দোকান রয়েছে বলে তিনি জানান।