আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা দিবস। বাঙলি জাতির ইতিহাসে গৌরবসমুজ্জ্বল একটি। করোনা ভাইরাস সৃষ্ট পরিস্থিতির কারণে ফেনীতে স্বল্প পরিসরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শহীদ প্রতি শ্রদ্ধা জানান ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। এসময় ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিনসহ পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন।


এর আগে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামানের নেতৃত্বে প্রথমে জেলা প্রশাসন শ্রদ্ধা নিবেদন করে শহীদদের প্রতি। এতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ সুমনী আক্তার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ মন্জুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট গোলাম জাকারিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) মৌমিতা দাশসহ প্রশাসনের কর্মকর্তারা।


পরে পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবীর নেতৃত্বে পুলিশ বিভাগ ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন তারা। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ রবিউল ইসলাম, সিনিয়র সহকারি পুলিশ সুপার (ডিএসবি) মোঃ খালেদ হোসেনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


পরে সেখানে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন করা হয়।


দিবসটি উপলক্ষ্যে ফেনীর অন্যান্য উপজেলায়ও একইভাবে শহীদদের প্রতি উপজেলা প্রশাসন শ্রদ্ধা জানায়।