ফেনী জেনারেল হাসপাতালে নিন্ম আয়ের কর্মচারীদের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করেছে সমাজসেবামূলক ও মানবিক সংগঠন সহায়। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে হাসপাতালের আউটসোসিং কর্মচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে সংগঠনটি।


এসময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আবুল খায়ের মিয়াজী, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: ইকবাল হোসেন ভূঁইয়া, সহায়’র উপদেষ্টা, ডেইলি অবজারভার ও ডিবিসি টিভির ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, সহায়’র সভাপতি মনজিলা মিমি, সাধারাণ সম্পাদক মুহাম্মদ দুলাল তালুকদার, হাসপাতালের প্রধান সহকারী শংকর দেবনাথ, ওয়ার্ড মাস্টার মোঃ নূর নবী।


সহায়ের সাধারণ সম্পাদক দুলাল তালুকদার জানান, বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে আছে চাউল, আলু, মসুর ডাল, তেল লবন। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে গৃহে আবদ্ধ থাকা আয়-রোজগারহীন অসহায় নিম্ন ও স্বল্প আয়ের ২৬০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সহায়।


সহায়’র প্রধান সমন্বয়কারী মনজিলা মিমি জানান, এটা আমাদের সংগঠনের চলমান কার্যক্রম। আমরা মানুষের পাশে আছি এবং পাশে থাকব। আমরা পর্যায়ক্রমে জেলার সকল হাসহাতালে কম বেতনভুক্ত কর্মচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রাখবো। যারা আমাদের এ উদ্যোগে সহায়তা করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।