ফেনী সদর উপজেলার ধর্মপুর আশ্রয়ন প্রকল্পে দুস্থ মানুষদের ত্রাণ বিতরণ করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে খাদ্যদ্রব্য বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জেলা প্রশাসকের রুটিন দায়িত্বে মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।


জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতিতে সরকারের সহায়তা তহবিল হতে ২১৬ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।


সরকারী সহায়তা প্রদান প্রসঙ্গে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বলেন, ৬৪ জেলার প্রশাসক ও বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রী কনফারেন্সিং করেছেন এবং স্পষ্ট নির্দেশনা দিয়েছেন দুঃস্থ মানুষরা যেন খাদ্য সংকটে না পড়েন। প্রয়োজনে তাদের বাড়ি বাড়ি গিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে এবং জনসমাগম এড়িয়ে খাদ্য পৌঁছে দিতে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে আমরা ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেয়ার চেষ্টা করেছি।


ত্রাণ বিতরণকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর মোঃ মোতাছেম বিল্যাহ ও ধর্মপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকাসহ ইউপি সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।