ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দলবদ্ধ যাত্রা ঠেকাতে চেকপোস্ট বসানো হয়েছে। হাইওয়ে পুলিশ ফেনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, মহাসড়কে দলবদ্ধ যাত্রা রোধ করতে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) হতে ফেনী সীমানায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে।


তিনি জানান ফেনী জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ সমন্বয়ে মহাসড়কের মোহাম্মদ আলী বাজার ও ধুমঘাট ব্রীজ এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। এর মাধ্যমে যেকোনো পরিবহনে চড়ে যাতে মানুষজন ভ্রমণ করতে না পারে তা নিশ্চিত করা হচ্ছে। তবে পণ্যবাহী পরিবহন অবাধে চলছে।


ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সামাজিক দুরত্ব নিশ্চিতের জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি জানান, মহাসড়কে একটি মাইক্রোতে ১৫ হতে ২০ জন যাত্রী গাদাগাদি করে ভ্রমণ করতে দেখা যাচ্ছে যা আমাদের জন্য ভয়ংকর বিপদ ডেকে আনতে পারে।