৬ নভেম্বর, ২০১৯

।।ছাগলনাইয়া প্রতিনিধি।।


ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ।


বুধবার (৬ নভেম্বর) দুপুরে জেলার ছাগলনাইয়া উপজেলায় পাঠানগরে ‘ফেনী জেলা প্রতিবন্ধী কম্পপ্লেক্স (বিদ্যালয়) এর অভিভাবক সমাবেশ ও বিনামূল্যে ভ্রাম্যমান থেরাপি চিকিৎসা সেবা ক্যাম্পেইনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


ফেনী জেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উক্ত আয়োজনে প্রধান অতিথি আরো বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাতৃস্নেহে লালন পালন করা আমাদের দায়িত্ব। মাতৃত্বকালীন সময়ে মায়ের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজে প্রতিবন্ধীর সংখ্যা কমিয়ে আনতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান। ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আবুল হোসাইন মোহাম্মদ উল্যাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল ও স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ লোকমান হোসেন ভূঁঞা।