ফেনী সদরের ধর্মপুর ইউনিয়নের ভিজিএফ কর্মসূচীর তিন বস্তা চাল উদ্ধারের ঘটনায় ইউপি সদস্য মোঃ নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে গোয়েন্দা পুলিশ।


আজ শনিবার (১৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এন এম নূরুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদ শেষে গতকাল রাতেই তার বিরুদ্ধে আমরা মামলা করেছি। আজ এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


এর আগে গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ইউনিয়নের বটতলা বাজারের রিতুু টেইলার্স হতে হতদরিদ্রের জন্য খাদ্য কর্মসূচীর তিন বস্তা চাল উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ। প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ৯০ কেজি চাল রয়েছে।


গতকাল এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় ওয়ার্ড মেম্মার মোঃ নাসির উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আনা হয়।


অবশ্য গতকাল জিজ্ঞাসাবাদে ইউপি সদস্য নাসির এ ঘটনায় জড়িত নন বলে দাবী করেন। তিনি বলেন, চালগুলো আমার না। এগুলো যাদে তিনজন ভিজিএফ কার্ডহোল্ডারের। তারা চালগুলো না নিয়ে আমার কাছে রেখে গেছে। আমি সেজন্য চালগুলো ওই দোকানে রেখেছিলাম।


কিন্ত ভিজিএফ কার্ডে চাল উত্তোলনের স্বাক্ষর পর্যালোচনা করে দেখা গেছে সেগুলো আর এক মাস আগের।