দেশে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা দুই হাজার অতিক্রম করেছে।


গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন মারা গেছেন। এছাড়া নতুন করে আরও ৩০৬ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।


সংক্রমণ শনাক্তের ৫২ তম দিনে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১৪৪ জনে। আজ শনিবার (১৮ এপ্রিল) অনলাইনে পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন স্বাস্থ্য অধিদপ্তর।


এ নিয়ে বাংলাদেশে মোট ৮৪ জন মারা গেল। বাংলাদেশে প্রথম ৮ই মার্চ করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হন। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।


এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনাভাইরাস আক্রান্ত মানুষ শনাক্ত হয়েছে ঢাকায়। নতুন করে সংক্রমণের শীর্ষ তালিকায় এসেছে গাজীপুর ও নরসিংদী।

আজ শনিবার দুপুরে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে যুক্ত হয়ে এ তথ্য জানান।