করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে জারিকৃত নির্দেশনা অমান্য করে অকারণে ঘোরাঘুরি করায় ফেনীতে ১২ জনকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। আজ শনিবার (১৮ এপ্রিল) বিকাল হতে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ এসব জরিমানা করেন।


তিনি জানান, আজ বিকাল হতে রাত পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শহরের ট্রাংক রোড, সার্কিট হাউজ রোড, মধুপুর, উকিলপাড়া, শান্তিকোম্পানী রোডে অভিযান চালানো হয়। অভিযানে সামাজিক দ‚রত্ব বজায় না রাখা, জরুরী কাজ ছাড়া অপ্রয়োজনীয়ভাবে ঘোরাফেরা করা এবং সন্ধ্যা ছয়টার পর বাইরে চলাফেরা করায় ১২জনকে ২ হাজার ৫শ ৫০ টাকা জরিমানা করা হয়। এসময় করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসাধারণকে সতর্ক করে ভ্রাম্যমান আদালত।


রাজীব দাশ পুরকায়স্থ সরকারি নির্দেশনা মেনে চলতে সকলকে অনুরোধ জানান। অন্যথায় আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।


র‌্যাব-৭ এর সদস্যরা অভিযানে অংশ নেয়।