ফেনীর সোনাগাজীতে ডাকাতিকালে ধর্ষিতা মাদ্রাসা ছাত্রীর (১৬) জবানবন্দি রেকর্ড করেছে আদালত। আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে ধর্ষিতা ২২ ধারায় জবানবন্দি প্রদান করে। এর আগে সকালে ফেনী জেনারেল হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।


বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এক বাড়িতে ডাকাতিকালে মাদ্রাসা শিক্ষার্থী কিশোরীকে ধর্ষণ করে এক ডাকাত।


তার পরিবার জানায়, ডাকাতরা পরিবারের সবাইকে বেঁধে করে নগদ ১৫ হাজার টাকা, ১টি মোবাইল ফোন ও ১টি লাইট নিয়ে যায় এবং মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় গৃহকর্তা ও তার স্ত্রীকে মারধর করে ডাকাতদল।


এ ঘটনায় শুক্রবার ধর্ষিতার পিতা বাদি হয়ে অজ্ঞাত ৪জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করে।


সোনাগাজী মডেল থানার ওসি প্রত্যাহার

সোনাগাজী থানার নবনিযুক্ত ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম


সোনাগাজী মডেল থানার ওসি মো. মঈন উদ্দিন আহমেদকে প্রত্যাহার করা হয়েছে। আজ পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়। জেলা পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, একই আদেশে ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলামকে সোনাগাজী মডেল থানায় বদলি করা হয়।


নবনিযুক্ত ওসি সাজেদুল ইসলাম জানান, অপরাধীদের ধরতে পুলিশের অভিযান চলছে।