চলমান করোনাভাইরাস আতঙ্কে স্থবির জনজীবন। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। পরশুরাম উপজেলার বিভিন্ন এলাকার কর্মহীন নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন সলিয়া একতা সংঘের সদস্যরা। চাল, ডাল, পেয়াজ, আলু, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন ঘরে ঘরে।


সংগঠনের সভাপতি নূর রহমান মুরাদ বলেন, আমরা উপজেলার নিম্ম আয়ের মানুষদের দুর্ভোগ কমানোর উদ্দেশ্যে বিভিন্ন পরিবারের মাঝে খাবার বিতরণ করছি। এতে প্রতি প্যাকেটে ছোলা ১ কেজি, পেয়াজ ১ কেজি, আলু ২ কেজি, চিনি ১ কেজি, ডাল ১ কেজি, মুড়ি ৫০০গ্রাম ও তেল ১ লিটার রয়েছে।


এসময় তিনি করোনার প্রাদুর্ভাব না কমা পর্যন্ত সহযোগিতা অবহ্যত রাখার কথাও জানান।


নাম প্রকাশে অনিচ্ছুক সহযোগিতাপ্রাপ্ত একজন বলেন, রোজা আসলেও কোন কাজ না থাকায় ঘরে খাবার নেই। আজকের এইগুলো দিয়ে পরিবারের মুখে খাওয়া উঠবে।


উল্লেখ্য সংগঠনটি এখন পর্যন্ত উপজেলার দুস্থ ১০০ টি পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে।