দ্বিতীয়বারের নমুনা পরীক্ষায় ফেনী কোভিড হাসপাতালে (ট্রমা সেন্টার) চিকিৎসাধীন কোভিড-১৯ আক্রান্ত প্রথম দুই ব্যক্তির ফলাফল নেগেটিভ এসেছে। আজ রবিবার ( ৩ মে) বিকালে জেলা সিভিল সার্জন অফিসের ফেইসবুকে এ তথ্য জানানো হয়েছে।


ট্রমা সেন্টারের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ও ফেনী করোনা সমন্বয়ক ডাঃ কাজি সানজিদা জানান, গত ২৭ এপ্রিল ট্রমায় ভর্তিকৃত দুইজন কোভিড রোগির দ্বিতীয় দফায় নমুনা সংগ্রহ করা হয়। আজ পরীক্ষার ফলাফল পেয়েছি আমরা। তারা দুজনেই সুস্থ আছে।


তিনি বলেনম, নিশ্চিত হবার জন্য আগামীকাল আবারো তাদের নমুনা সংগ্রহ করা হবে। তৃতীয় বারের পরীক্ষায় তাদের ফলাফল নেগেটিভ এলে দুইজনকে কোভিড-১৯ মুক্ত বলে মনে করা হবে। তারা সম্পূর্ণ সুস্থ হবেন।


এর আগে গত ১৬ এপ্রিল ফেনীর ছাগলনাইয়ায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এরপর ২০ এপ্রিল সোনাগাজীতে ২য় কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হন। তাদের কোভিড হাসপাতালে এনে আইসোলেশনে রেখে চিকিৎসা দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, এ পর্যন্ত ফেনীতে ৪জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। অপর দুইজন দাগনভূঞায়।