করোনাভাইরাস সৃষ্ট দুর্যোগে আর্থিক সংকটে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা, সংকটে পড়েছেন মধ্যবিত্তরা। একই দুর্ভোগে ফেনী পৌর যুবলীগের কর্মহীন নেতাকর্মীদের পাশে দাঁড়ালেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজীজ রাজীব। আজ রবিবার (৩ মে) বিকালে নিজ বাড়ির আঙ্গিনায় নেতাকর্মীদের উপহার দিয়েছেন তিনি।


এ ব্যাপারে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, চলমান পরিস্থিতিতে সব স্তরের মানুষ যার যার অবস্থান থেকে সংকটে পড়েছেন। যুবলীগের কর্মহীন নেতাকর্মীরাও বিপাকে পড়েছেন। তাই আমার ব্যক্তিগত পক্ষ হতে সাধ্যমত চেষ্টা করছি তাদের পাশে দাঁড়াতে।


রাজীব চৌধুরী বলেন, নেতাকর্মীদের উপহার একটি চলমান প্রক্রিয়া। যখন যেখানে আমাদের কর্মহীন যুবলীগ নেতাকর্মীর খোঁজ পাবো, তাদের প্রত্যেকের কাছে উপহার পৌঁছানো হবে। তিনি জানান, পাশাপাশি ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়নে ১০৮ ওয়ার্ডে কর্মহীণ কর্মীদের উপহার দেয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।


পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু বলেন, এ দুঃসময়ে যুবলীগের অস্বচ্ছল নেতাকর্মীদের পাশে দাঁড়ানো জেলা যুবলীগ সাধারণ সম্পাদকের আন্তরিকতার বহিঃপ্রকাশ। তার এ মহতী উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। তার এ উপহার পেয়ে কর্মহীন ও অস্বচ্ছল নেতাকর্মীরা যেমন উপকৃত হবে, তেমনি দলের প্রতি তাদের একনিষ্ঠতা আরও বৃদ্ধি পাবে।

উপহার প্রদান কালে আরও উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, দপ্তর সম্পাদক নিজাম পাটোয়ারী, জেলা যুবলীগের সদস্য গাজী খালেদ ইমাম জুয়েল, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঁঞা, সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন বাবলু, ফেনী পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশ্রাফ রুবেল হাজারী প্রমূখ।