করোনাভাইরাস সৃষ্ট দুর্যোগে ফেনীর সোনাগাজীর কর্মহীণ ও নিম্নআয়ের ৭শ পরিবারকে খাদ্যসহায়তা করছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। আজ শনিবার ( ৯ মে) দুপুরে উপজেলা পরিষদ মাঠে সহায়তা বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন বেজা’র নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।


এসময় জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, বেজার ডেপুটি ম্যানেজার ফজলে এলাহী ওলি, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নোমান উপস্থিত ছিলেন।


সহযোগিতা প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব জানান, সোনাগাজীর ৭শ অসহায় পরিবারকে সহযোগিতা করছে বেজা। এর কার্যক্রম পরিচালনা করছে উপজেলা প্রশাসন। ইতোমধ্যে আমরা সহযোগিতার জন্য ৭শ জনের তালিকা প্রস্তুত করেছি। আজ ১০ পরিবারের মাঝে বিতরণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আমরা পর্যায়ক্রমে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তালিকাভুক্তদের মাঝে তা বিতরণ করে দেব।