ফেনীতে করোনাযুদ্ধে যুক্ত হলেন আরও ১২ চিকিৎসক। এরা সবাই নতুন। ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার) এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ে যোগ দিয়েছেন তার। আজ মঙ্গলবার (১২ মে) সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত পরিচিতি সভায় সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন নতুন পদায়িত চিকিৎসকদের ফুল দিয়ে বরণ করে নেন। এসময় যোগদানকৃত চিকিৎসকদের বিভিন্ন পরামর্শ দেন তিনি।


সিভিল সার্জন বলেন, নতুন যোগদানকৃতদের ফেনী জেনারেল হাসপাতালে ৭ দিনের প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ শেষে তারা ফেনীতে করোনা হাসপাতাল (ট্রমা সেন্টার) ও মঙ্গলকান্দি স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। তারা করোনা রোগীদের চিকিৎসা সেবা সহ সবধরনের স্বাস্থ্য সেবায় সম্পৃক্ত থাকবেন।


এসময় সিভিল সার্জন ফেনী জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নবীন চিকিৎসকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তাদের সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।


নবাগত চিকিৎসকদের মধ্যে রয়েছেন ডাঃ তাইফুর রহমান, ডাঃ দিলরুবা ইয়াসমিন, ডাঃ মুহাম্মদ ফাহিম উদ্দিন কানন, ডাঃ মুহাম্মদ মশিউর রহমান মুন্না, ডাঃ আবদুল্লাহ আল ফয়সাল, ডাঃ আসিফ মাহমুদ চৌধুরী, ডাঃ মারজান আক্তার, ডাঃ মো. জাকির হোসেন, ডাঃ অতনু চক্রবর্তী, ডাঃ শাওন নওসীন নুর চৌধুরী, ডাঃ মো. মমিনুল ইসলাম খান ও ডাঃ মৌমিতা রায়।