দেশে করোনা উপসর্গ নিয়ে গত ৮ মার্চ থেকে ১২ মে পর্যন্ত ৬৬ দিনে ৯২৯ জনের মৃত্যু হয়েছে বলে এক গবেষণা প্রতিবেদনে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ (সিজিএস)।

ইউএনডিপির আর্থিক সহায়তায় বাংলাদেশ পিস অবজারভেটরি এবং সিজিএস গতকাল মঙ্গলবার এই প্রতিবেদন প্রকাশ করে।

সেন্টার ফর জেনোসাইডের পরিচালক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, 'দেশের ১৬টি দৈনিক পত্রিকার প্রতিবেদনের ভিত্তিতে প্রতি সপ্তাহে সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ থেকে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।'

সরকারি হিসাব অনুযায়ী, ৮ মার্চ থেকে বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৬৯ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, করোনা আক্রান্ত হননি এমন ৩৩ জন রোগী চিকিৎসকদের অবহেলায় মারা গেছেন।

বাড়ি থেকে জোর করে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে আটটি এবং পরিবার পরিত্যক্ত হয়েছেন ২৩ জন। দুজন সামাজিকভাবে হেয় হওয়ার শঙ্কায় আত্মহত্যা করেছেন।

প্রতিবেদনে বলা হয়, করোনা ইস্যুতে ৭৯টি গুজব ছড়ানোর ঘটনা ঘটেছে এবং এজন্য ৮৪ জন গ্রেপ্তার হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের আজকের তথ্য অনুযায়ী করোনায় গত ২৪ ঘণ্টায় ১৯ জন মারা গেছেন।

এ পর্যন্ত ১ লাখ ৪৪ হাজার ৫৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

সূত্রঃ

দ্য ডেইলি স্টার