করোনা মহামারিতে ফেনীর অসহায় মানুষের পাশে দাঁড়াতে দ্বিতীয় ধাপে ২৭ লাখ টাকার খাদ্য সহায়তা দিচ্ছে জেলা পরিষদ।

আজ বৃহস্পতিবার (১৪ মে) আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের আওতায় জেলার ৭৫০জন শিক্ষক, ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে এ কথা জানান জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।

তিনি বলেন, করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া নানা শ্রেণি-পেশার মানুষদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। উদ্ভুত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশের আর্থিক সংকট উত্তরণ ঘটবে বলে আশা প্রকাশ করেন জেলা পরিষদ চেয়ারম্যান। তিনি বলেন, যেকোন দূর্যোগ মোকাবেলায় বর্তমান সরকার প্রস্তুত আছেন।

পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মোঃ গোলাম মোস্তফা জানান, গত ৪ মে উদ্বোধন খাদ্য সহায়তা বিতরণের প্রথম ধাপে জেলার ৪৩ টি ইউনিয়নে ৫ হাজার ৬শ পরিবারের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য সহায়তা দেয়া হয়েছে। দ্বিতীয় ধাপে আরও ২ হাজার ৭০০ পরিবারের মাঝে ২৭ লাখ টাকার খাদ্য সহায়তা দেয়া হবে।

বিতরণকালে ইসলামিক ফাউন্ডেশন ফেনীর উপ-পরিচালক মো. মঞ্জুরল আলম মুজমদারসহ সদস্যবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।