নিজ ওয়ার্ডের ৩ হাজার পরিবারের উপহারে নিত্যপণ্যের সাথে সবজি দিলেন ফেনী পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজি। আজ শনিবার (২৩ মে) সকালে ফেনী পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে আলহাজ্ব কোব্বাত আহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্যপণ্য বিতরণের উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।


উপহারে সবজি বিতরণ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, প্রতিটি কাজের মধ্যে বিচক্ষণতা থাকতে হবে। খাদ্য সহায়তায় সবজি ও মৌসুমী ফল প্রদানে সরকারের নির্দেশনা রয়েছে।


তিনি বলেন, এখন ঢেঁড়স, চিচিঙ্গা ইত্যাদি সবজির সময়। কৃষককে বাঁচাতে কৃষিপণ্যের শতভাগ বিক্রয় নিশ্চিত করতে হবে। তাই সবজি বিতরণের এ উদ্যোগ সাধুবাদযোগ্য।


উপহারে সবজি দেয়ার ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে স্বপন মিয়াজি বলেন, চলমান প্রায় স্থবির জনজীবনের ফলে অর্থনীতির অন্যান্য শাখার ন্যায় কৃষিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমাদের কাজগুলো একটু সচেতনভাবে হলে বাজার অর্থনীতিতে তা ইতিবাচক প্রভাব ফেলবে। পণ্য বিক্রয়ের সুযোগ বৃদ্ধি পেলে কৃষকের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পায়, কৃষক উৎপাদনে আরও মনযোগী হয়।


উপহার বিতরণে স্বেচ্ছাসেবীদের একজন সুমন জানান, উপহারের জন্য তিন ধরণের মোট ১৮ টন সবজি ক্রয় করা হয়েছে।


চাল ও নিত্যপণ্যের সাথে সবজি বিতরণ প্রসঙ্গে স্বপন মিয়াজি আরও বলেন, এবার কৃষিতে বাম্পার ফলন হয়েছে। করোনা না এলে এক অভূতপূর্ব বিপ্লব ঘটতে পারতো কৃষিতে। চলমান পরিস্থিতিতে ক্রেতা সংকট ও প্রতিকূল পরিবেশে কৃষকের পাশে দাঁড়াতে সবজি কিনে তা বিতরণ করা হয়েছে। এতে কৃষক ন্যায্য মূল্য পেয়ে কৃষিতে আস্থা হারাবে না।


উপহার প্রসঙ্গে স্বপন মিয়াজি বলেন, প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি চিনি, ১ লিটার তেল, ১ কেজি সেমাই, ৫০০ গ্রাম গুড়োদুধ , ২ কেজি কুমড়া, ২ কেজি চিচিঙ্গা, ২ কেজি ঢেঁড়স, ২ কেজি পটল দেওয়া হয়েছে।


উপহার বিতরণকালে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক নাছির খান, হাজী পাড়া ক্রীড়াচক্রের সভাপতি মাইন উদ্দন সুমন প্রমুখ।


স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ইতোপূর্বে স্বপন মিয়াজি আরও ৩ হাজার পরিবারকে খাদ্য উপহার প্রদান করেন। এতেও মুরগি ও সবজি অন্তর্ভূক্ত ছিল। সম্প্রতি নিজ ওয়ার্ডের ১৪ মসজিদের ৫০জন ইমাম মোয়াজ্জিনকে ঈদ উপহার দিয়েছেন। এছাড়াও প্রতিদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহন চালক-সহযোগীদের ইফতারের আয়োজন করেছেন।