১১ নভেম্বর,২০১৯
।।ছাগলনাইয়া প্রতিনিধি।।


অসমতা ও বৈষম্য দূর করে নারীদেরকে উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্ত করার তাগিদ দিয়েছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার। সোমবার (১১ নভেম্বর) বিকালে ছাগলনাইয়া আদালত মাঠে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের পিছিয়ে রেখে প্রকৃত টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন সম্ভব নয়। সুযোগ ও সামর্থের সমন্বয়ের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। দারিদ্র্যের দুষ্ট বৃত্ত থেকে বের করে আনতে হবে নারীদের।

আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে মেলার উদ্বোধন করেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া, ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহামেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি রাখি সিনহা। উদ্বোধন শেষে মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করে আদিবাসী শিল্পীরা।