এসএসসি ২০২০ পরীক্ষার ফলাফলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লায় সেরা হয়েছে ফেনী জেলা। জেলার ১৪ স্কুল পেয়েছে শতভাগ পাশের কৃতিত্ব। আজ রবিবার (৩১ মে) সকালে কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।


জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সলিম উল্যাহ জানান, শতভাগ পাশকৃত স্কুলগুলোর মধ্যে সদর উপজেলায় ফেনী গার্লস ক্যাডেট কলেজ, রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়, হকদি আদর্শ উচ্চ বিদ্যালয়, মেহেদী-সাঈদী পৌর বিদ্যা নিকেতন ও প্রগতি বালিকা বিদ্যা নিকেতন।


ছাগলনাইয়াতে ছাগলনাইয়া একাডেমি স্কুল, জাহানারা উচ্চ বিদ্যালয়, বাথানিয়া দুলুমা আজিম উচ্চ বিদ্যালয়, সোলেমা নজির উচ্চ বিদ্যালয়, আমিন নেওয়াজ বালিকা উচ্চ বিদ্যালয়।


পরশুরামে চিথলিয়া নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়, কেতরাঙ্গা উচ্চ বিদ্যালয়।


ফুলগাজীর রাহাতুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় এবং দাগনভূঞায় সুলতানা মেমোরিয়াল গার্লস হাইস্কুল।


ফেনী গার্লস ক্যাডেট কলেজ সূত্র জানায়, ৫৫ জন পরীক্ষার্থীর ৫৪জন জিপিএ ৫ অর্জন করেছে।


জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, এ বছর এমপিও ভূক্ত ছাগলনাইয়া একাডেমি হতে ১৩১জন শিক্ষার্থীর সবাই কৃতকার্যসহ ১২জন জিপিএ ৫ পেয়েছে।


সুলতানা মেমোরিয়াল গার্লস স্কুলের প্রধান শিক্ষক মনির আহাম্মদ জানান, অংশগ্রহণকৃত ১২জন শিক্ষার্থীর সবাই পাশ করেছে।


পরীক্ষা নিয়ন্ত্রক জানান, বোর্ডে পাশের হার ৮৫ দশমিক ২২ হলেও ফেনীতে শতকরা ৮৮ দশমিক ১৫ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। প্রকাশিত এসএসসির ফলাফলে পাশের হার বিবেচনায় সেরা ফলাফল করেছে ফেনী।


পরীক্ষা নিয়ন্ত্রক জানান, ফেনী জেলার ১৮১ স্কুল হতে ১৪ হাজার ২৪২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে কৃতকার্য হয় ১২ হাজার ৫৫৫জন।
তিনি জানান, বোর্ডে মোট ১০ হাজার ২৪৫জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করেছে। ফেনী প্রাপ্ত জিপিএ ৫ সংখ্যা ৮৮২জন।