ফেনী পৌর এলাকার রামপুর-ইসলামপুর রোড, ডাক্তারপাড়া, শান্তিকোম্পানী রোডকে করোনাভাইরাস সংক্রমণে সর্বাধিক ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে ফেনী জেলা স্বাস্থ্য বিভাগ।

আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে এসব তথ্য জানান সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন। তিনি জানান, ফেনী পৌর এলাকাতে এ পর্যন্ত ১০২জন করোনা শনাক্ত হয়েছেন।

সিভিল সার্জন জানান, পৌর এলাকায় শনাক্তকৃত রোগীর মধ্য ডাক্তার পাড়ায় ২৩জন, শান্তি কোম্পানী রোডে ১২জন এবং ইসলামপুর রোড ১১জন উল্লেখযোগ্য।

তিনি জানান, শহরের তিনটি এলাকা লকডাউনের সুপারিশ করে জেলা প্রশাসকের কাছে চিঠি প্রেরণ করা হয়েছে।

জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান জানান, এখনো চিঠি পাইনি। তবে স্বাস্থ্য বিভাগের তথ্য ও সুপারিশ পেলে আংশিক বা জোনভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত আসতে পারে।

উল্লেখিত এলাকায় অতিরিক্ত সংক্রমণের কারণ প্রসঙ্গে ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ইসলামপুর রোডে প্রতিদিন করোনার ঝুঁকিপ্রবণ এলাকা হতে মালবাহী গাড়ি ঢুকছে। তাকিয়া রোড-ইসলামপুর রোডে ইতোপূর্বে দুইজন ব্যক্তির করোনায় মৃত্যু ঘটেছে।

তিনি বলেন, এ এলাকার সংক্রমণ জহিরিয়া মসজিদ এলাকা ও ডাক্তার পাড়া পর্যন্ত বিস্তৃত হয়েছে।

ফেনীতে আজ পর্যন্ত ৩২০জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ফেনী সদরে ১২৬জন রয়েছেন।