করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে সার্বিক বাণিজ্যিক দুরাবস্থায় ব্যবসায়ীদের প্রতি মানবিক হয়েছেন শহরের ১৫টি বিপনী বিতানের মালিকরা। ওই ১৫টি মার্কেটের সকল ব্যবসায়ীদের এক মাসের ভাড়া মওকুফ করেছেন তারা।


আজ বুধবার (১০ জুন) ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাথে আয়োজিত এক দ্বিপাক্ষিক বৈঠকে ভাড়া মওকুফের এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন চেম্বারের সভাপতি আয়নুল কবির শামীম।


তিনি জানান, উভয় পক্ষের আলোচনাক্রমে ফেনী শহরের ১৫টি বিপনী বিতানের মালিকরা ব্যবসায়ীদের গত এপ্রিল মাসের ভাড়া মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছেন।


এছাড়া জেলার সকল উপজেলার বিপনী বিতানের মালিকদের কাছে ব্যবসায়ীদের অবস্থা বিবেচনা করে অন্তত এক মাসের ভাড়া মওকুফের আহবান জানিয়েছে ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। এ ব্যাপারে ফেনীর সকল ব্যবসায়ী সমিতির সহযোগিতা কামনা করেছেন ফেনী চেম্বারের সভাপতি।


ভাড়া মওকুফ করা মার্কেটগুলো হল শহরের কলেজ রোডের শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান, মিজান রোডের গ্র্যান্ড হক টাওয়ার, শহিদ শহিদুল্লাহ কায়সার সড়কের এফ রহমান এসি মার্কেট, গ্রীন টাওয়ার, ফেনী সমবায় মার্কেট, হাজী শাহ-আলম টাওয়ার, কলেজ রোডের আপ্যায়ন টাওয়ার, ট্রাংক রোডের ফেনী সুপার মার্কেট, রাবি শপিং সেন্টার, আবদিন সুপার মার্কেট, হাই প্লাজা/ইব্রাহিম প্লাজা, যমুনা মার্কেট, পোষ্ট অফিস রোডের ফেনী সেন্টার, বড় বাজারের আলী আহম্মদ টাওয়ার, আলম মার্কেট।

সভায় সিনিয়র সভাপতি আবদুর রইছ কাইজার, জুনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, পরিচালক আনোয়ার হোসেন, ফরিদ উদ্দিন খান পাঠান, গোলাম ফারুক বাচ্চু, তোফাজ্জল হোসেন ছুট্টু, লোকমান হোসেন ফরায়েজী, চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, সাইফুদ্দিন আহমেদ জিতুসহ মার্কেট মালিকরা উপস্থিত ছিলেন।