সংকটাপন্ন অবস্থায় রয়েছেন করোনা আক্রান্ত ফেনীর সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন। ঢাকার আসগর আলী হাসপাতালে তাকে হাই ফ্লো অক্সিজেন ন্যাজাল ক্যানুলার মাধ্যমে উচ্চ প্রবাহে অক্সিজেন দেওয়া হচ্ছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।

বিএমএ ফেনী জেলা সভাপতি অধ্যাপক ডাঃ সাহেদুল ইসলাম কাওসার জানান, ফেনী থেকে যে চিকিৎসা শুরু হয়েছিল তাকে ধরেই ঢাকায় চিকিৎসা চলছিল। কিন্তু ৫০ লিটার করে অক্সিজেন দেয়ার পরও অবস্থার আশানুরূপ পরিবর্তন হচ্ছে না। তাই যেকোনো মুহূর্তে তাকে বাঁচাতে ভেন্টিলেটর সেবা প্রদান করা হতে পারে।

তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে সিভিল সার্জনের ফুসফুসে নিউমোনিয়া সংক্রমণ মারাত্মক পর্যায়ে চলে গেছে।

বিএমএ সভাপতি ও ফেনীতে কর্মরত একাধিক ডাক্তার সিভিল সার্জনের রোগ মুক্তিতে ফেনীবাসীর দোয়া চেয়েছেন।

গতকাল বৃহস্পতিবার পরিবারের ইচ্ছায় ও আরও উচ্চ প্রবাহের অক্সিজেন সেবা চালু না হওয়ায় সিভিল সার্জনকে ঢাকায় প্রেরণ করা হয়। এর আগে গত রবিবার (১৪ জুন) করোনায় শ্বাসকষ্ট অনুভব হলে তাকে ফেনী জেনারেল হাসপাতালের ৪০ শয্যার হাই ফ্লো অক্সিজেন ইউনিটে ভর্তি করা হয়। পরে 

গত শুক্রবার (১২ জুন) নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হতে প্রাপ্ত ফলাফলে সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন এর নমুনা পজিটিভ আসে।