সেনাসদস্য পরিচয়ে চাকুরীর প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অপরাধে মোঃ মিজানুর রহমান (২৫) নামে এক ভুয়া সেনাসদস্যকে আটক করেছে র‌্যাব-৭। আজ মঙ্গলবার (২১ জুলাই) রাতে চট্টগ্রাম হতে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ নুরুজ্জামান।

তিনি জানান, আটক মিজান নিজেকে সেনা সদস্য (কর্পোরাল) পরিচয় দিয়ে সেনাবাহিনীতে চাকুরীর প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিত। এ তথ্য জানতে পেরে তাকে র‌্যাবের গোয়েন্দা দল নজরদারিতে আনে। আজ তাকে অনুসরণ করে হাটহাজারী থানাধীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১নং গেইটের সামনে হতে আটক করেছে র‌্যাব-৭।

এসময় তার কোন সেনাবাহিনীর কোন পরিচয়পত্র পাওয়া যায় নি। আটকের সময় তার কাছ হতে ভুয়া সেনাবাহিনী নিয়োগের বিজ্ঞপ্তি ও নিয়োগপত্র, ১টি মোবাইল সেট, ১ টি সীমকার্ড জব্দ করা হয়েছে। সে ওই এলাকার চন্দ্রপুরের মোহাম্মদ মিয়ার ছেলে।

মোঃ নুরুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদে সে নিজের অপরাধ স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানায় হস্তান্তর করা হবে।