নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ পিসিআর ল্যাব হতে সর্বশেষ প্রকাশিত ফেনীর ৮৬টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তকৃত ব্যক্তির সংখ্যা বেড়ে হল ১ হাজার ১৩২জন।

এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট ২৭ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) জেলা স্বাস্থ্য বিভাগ এসব তথ্য জানিয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মোঃ আবু ইউসুফ জানান, গতকাল বুধবার নোয়াখালীর আবদুল মালেক মেডিকেল কলেজ ল্যাবে ফেনীর ৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ২১টি পজিটিভ এসেছে। এর মধ্যে ১টি দ্বিতীয় নমুনা। নতুন শনাক্তকৃতদের মধ্যে ফেনী সদরে ৪ জন, দাগনভূঞায় ৬ জন, সোনাগাজীতে ২জন, ছাগলনাইয়ায় ৪ জন ও ফুলগাজীতে ৩ জন রয়েছে। এছাড়া আরও ১ জন রয়েছেন ফেনী জেলার বাইরের বাসিন্দা।

আজ পর্যন্ত জেলায় মোট ৭৩৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। আজ নতুন সুস্থ হওয়া রোগীদের মধ্যে দাগনভূঞায় ৫ জন, সোনাগাজীতে ৫ জন ও ছাগলনাইয়ায় ২ জন রয়েছে।

স্বাস্থ্য বিভাগ প্রদত্ত তথ্যমতে, এ পর্যন্ত ফেনীতে শনাক্ত ১ হাজার ১৩২ জন রোগীর মধ্যে সর্বোচ্চ শনাক্ত হয়েছে ফেনী সদরে ৪২২ জন। শনাক্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দাগনভূঞা উপজেলা। এ উপজেলায় মোট শনাক্ত করা হয়েছে ২৪৩জন। এরপরে রয়েছে সোনাগাজীতে ১৮৫ জন, ছাগলনাইয়ায় ১৪০ জন, পরশুরামে ৬৪ জন ও ফুলগাজীতে ৬৫ জন । এছাড়া ফেনীর বাইরের ১৭ জন রোগী রয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, আজ পর্যন্ত ফেনীতে মোট সংগৃহীত ৬ হাজার ৪৩০ টি নমুনার মধ্যে ৬ হাজার ৬৬টি নুমনা পরীক্ষার ফল পাওয়া গেছে। শনাক্তকৃতদের মধ্যে ২০জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকীরা হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে চিকিৎসার জন্য ২৪ জনকে অন্যত্র পাঠানো হয়েছে।

একই সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় টেলিমেডিসিন সেবা গ্রহণ করেছেন ২৮৭জন। আজ পর্যন্ত জেলায় মোট ৩৬ হাজার ৯৯৩জন টেলিমেডিসিন সেবা গ্রহণ করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী ফেনীতে সুস্থতার হার প্রায় ৬৫ শতাংশ। অর্থাৎ এ পর্যন্ত মোট শনাক্ত করোনা রোগীর তিনভাগের দুইভাগ সুস্থ হয়েছেন। আর করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট ২৭ জন মারা গেছেন। মৃত্যুর হার প্রায় ২শতাংশ।