নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ পিসিআর ল্যাব হতে সর্বশেষ প্রকাশিত ফেনীর ৮৮টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তকৃত ব্যক্তির সংখ্যা বেড়ে হল ১ হাজার ৩৪০ জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মারা গেছেন মোট ৩১। আজ শনিবার (১ আগস্ট) জেলা স্বাস্থ্য বিভাগ এসব তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গতকাল শুক্রবার নোয়াখালীর আবদুল মালেক মেডিকেল কলেজ ল্যাবে ফেনীর ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ২২টি পজিটিভ এসেছে। নতুন শনাক্তকৃতদের মধ্যে ফেনী সদরে ৬ জন, দাগনভূঞায় ৬ জন এবং ফুলগাজীতে ৮ জন রয়েছে। এছাড়া ফেনীর বাইরের ২জন রোগী রয়েছে।

এ পর্যন্ত জেলায় মোট ৮০৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

স্বাস্থ্য বিভাগ প্রদত্ত তথ্যমতে, এ পর্যন্ত ফেনীতে শনাক্ত ১ হাজার ৩৪০ জন রোগীর মধ্যে সর্বোচ্চ শনাক্ত হয়েছে ফেনী সদরে ৪৮০ জন। শনাক্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দাগনভূঞা উপজেলা। এ উপজেলায় মোট শনাক্ত করা হয়েছে ২৮৩জন। এরপরে রয়েছে সোনাগাজীতে ২০৪ জন, ছাগলনাইয়ায় ১৫৫ জন, পরশুরামে ১০৮ জন ও ফুলগাজীতে ৯০ জন । এছাড়া ফেনীর বাইরের ২০ জন রোগী রয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, আজ পর্যন্ত ফেনীতে মোট সংগৃহীত ৬ হাজার ৯৩৯টি নমুনার মধ্যে ৬ হাজার ৮৫২টি নুমনা পরীক্ষার ফল পাওয়া গেছে। শনাক্তকৃতদের মধ্যে ২৮জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকীরা হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে চিকিৎসার জন্য ২৫ জনকে অন্যত্র পাঠানো হয়েছে।

একই সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় টেলিমেডিসিন সেবা গ্রহণ করেছেন ১৩৯জন। আজ পর্যন্ত জেলায় মোট ৩৮ হাজার ৬৬০ জন টেলিমেডিসিন সেবা গ্রহণ করেছেন।

পরিসংখ্যান অনুযায়ী ফেনীতে সুস্থতার হার প্রায় ৬০ শতাংশ। আর করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট ৩১ জন মারা গেছেন। মৃত্যুর হার প্রায় ২শতাংশ।

গত ১৬ এপ্রিল জেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্তের কথা জানায় স্বাস্ব্য বিভাগ।