ফেনীতে ফলজ, বনজ ও ঔষধি উদ্ভিদের চারা রোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন 'প্রয়াস'। ‘চলো সবে গাছ লাগাই, নইলে জীবন রক্ষা নাই’- এ স্লােগানকে সামনে রেখে গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার আঙ্গিনায় চারা রোপণ করে সংগঠনের সদস্যরা।

এসময় সংগঠনের সভাপতি সামির ইসলামের সভাপতিত্বে প্রয়াস'র প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক মোহাইমিনুল ইসলাম জিপাত, প্রতিষ্ঠাতা সদস্য ইমাম উদ্দিন আহম্মদ ইমন,কার্যকরী কমিটির সহ-সভাপতি হাফসা বিনতে ইকবাল জিনিয়া, সাহিত্য ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক উম্মে সালমা আঁখি, সাজিন ও সামিউলসহ অন্যান্য সদস্যরা কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক জানান, ক্রমাগত বৃক্ষ নিধনের ফলে জীববৈচিত্র্য হারিয়ে যেতে বসেছে। ফলে পরিবেশের উপর এর বিরূপ প্রভাব পড়ছে। মূলত এ সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।

তিনি বলেন, সুস্থ্য জীবনের জন্য নির্মল বায়ু ও অক্সিজেন দান করে গাছ। আজকে রোপণকৃত এসব গাছ বড় হলে পরিবেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করছি।