করোনা বিস্তার রোধে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় ফেনীতে ৪ খাবার হোটেলের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার (৯ আগস্ট) পৃথক অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক রাজীব দাশ পুরকায়স্থ এসব জরিমানা করেন। অভিযানে মোট ১৭ হাজার ২শ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আজ শহরের বিভিন্ন খাবার হোটেলে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানে স্বাস্থ্যবিধি না মেনে হোটেল পরিচালনার জন্য দন্ডবিধি, ১৮৬০ এর ধারা ২৬৯ অনুযায়ী মহিপালের হোটেল ফাইভ স্টারের ৩ হাজার, হোটেল ফুড পার্কের ৫ হাজার ও শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের হোটেল গার্ডেনের ৫ হাজার, বাংলা হোটেল ও বিরিয়ানি হাউসের ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হোটেলগুলোতে কয়েকজন ক্রেতা মাস্ক পরিধান না করে আসায় ১৮৬০ এর ধারা ১৮৮ অনুযায়ী তাদের বিভিন্ন অর্থদন্ডে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 

অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।