একজনের পরিচয়পত্রে (আইডি কার্ড) পরিবারের সর্বোচ্চ চার সদস্যের ট্রেনের টিকিট কেনা ও ভ্রমণ করা যাবে।

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ আগস্ট বিভিন্ন পত্রিকায় প্রকাশিত বাংলাদেশ রেলওয়ের গণবিজ্ঞপ্তিতে ট্রেনের যাত্রীদের ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্র বহন করার কথা বলা হয়। কিন্তু, বর্তমানে যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্যে বাধ্যতামূলক জাতীয় পরিচয়পত্র দেখানোর বিষয়টি শিথিল করা হলো।

এর ফলে একটি জাতীয় পরিচয়পত্র দেখিয়ে পরিবারের সর্বোচ্চ চার সদস্যের টিকিট কেনা ও ট্রেন ভ্রমণ করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।