উপজেলার কৃষি কর্মকান্ড সরেজমিনে পরিদর্শন করতে উচ্চ পদস্থ কৃষিবিদদের সাথে নিয়ে দাগনভূঞায় এসেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবদুল মুঈদ। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে দাগনভূঞায় আসলে উপজেলা কৃষি কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

পরে কর্মকর্তাদের সাথে নিয়ে মহাপরিচালক উপজেলার জায়লস্কর ইউনিয়নে রোপা আমনের মাঠ পরিদর্শন করেন। এসময় তিনি চলমান করোনা মহামারীতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকরা যেন সঠিকভাবে আমন ধান ঘরে তুলতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন।

এরপর মহাপরিচালক উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে একটি ফলজ গাছের রোপন করে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

এছাড়াও উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় নির্মাণাধীন কৃষক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন ড. মোঃ আবদুল মুঈদ।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ মঞ্জুরুল হুদা, উপপরিচালক কৃষিবিদ ড. আসাদুজ্জামান বুলবুল, প্রকল্প পরিচালক মো: লুৎফর রহমান, এনএফএলসিসি প্রকল্পের মনিটরিং অফিসার মোঃ জুলফিকার রহমান, ফেনীর উপপরিচালক কৃষিবিদ তোফায়েল আহমদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ হারুন অর রশীদ, এসএপিপিও মোঃ জামাল হোসেন, এবং সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা রনী মজুমদার ও মোশারফ হোসেন।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, মহাপরিচালক মহোদয় দাগনভূঞা উপজেলার সার্বিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধারা অব্যাহত রাখতে নির্দেশনা প্রদান করেছেন।