বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক মরহুম ডাঃ মোহাম্মদ ইব্রাহিম এর ৩১তম মৃত্যুবার্ষিকী ও ডায়াবেটিস সেবা দিবস পালন করা হয়েছে।

রবিবার বিকালে ফেনী ডায়াবেটিক সমিতির উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ফেনী ডায়াবেটিস হাসপাতাল লবিতে আয়োজিত অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মোতালেব, কার্যকরী পরিষদ সদস্য আবুল কাসেম, আজীবন সদস্য সাহাব উদ্দিন খান, পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন, কনসালটেন্ট (মেডিসিন) ডাঃ মোঃ ফজলুল ওহাব চৌধুরী, সহকারী পরিচালক মোহাম্মদ ইউনুছ জাতীয় অধ্যাপক ডাঃ মোঃ ইব্রাহিমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।

এসময় মরহুম ডাঃ মোহাম্মদ ইব্রাহিমের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ও ফেনী ডায়াবেটিক সমিতির উন্নয়নে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তারা।

এতে সমিতির সহ-সভাপতি ওছমান হারুন মাহমুদ, যুগ্ম-সম্পাদক সৈয়দ জহির উদ্দিন আকবর (শিপন), কোষাধ্যক্ষ আবদুল আউয়াল সবুজ এবং কার্যকরী পরিষদ সদস্য আবুল কাসেম, জহিরুল আলম জহির, ফরিদ আহমদ ভূঞাঁ, এ.কে.এম সিরাজুল ইসলাম চৌধুরী, রাজীব খগেশ দত্ত এবং ফেনী ডায়াবেটিক সমিতির সম্মানিত আজীবন সদস্য, চিকিসৎসকসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

স্মৃতিচারণ শেষে ডাঃ মোঃ ইব্রাহিমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।