উদ্ধারকৃত ৫টি কষ্টিপাথরের ভাঙ্গা মূর্তি ময়নামতি জাদুঘরে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ফেনী ব্যাটালিয়ন। আজ সোমবার সকালে (৫ অক্টোবর) ব্যাটালিয়ন সদরে প্রত্নতত্ত্ব অধিপপ্তরের চট্টগ্রাম-সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. মোঃ আতাউর রহমানের কাছে মূর্তিগুলো হস্তান্তর করা হয়েছে।

ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ কামরুজ্জামান জানান, বিভিন্ন সময় অভিযান চালিয়ে এ কষ্টিপাথরের মূর্তিগুলো উদ্ধার করে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত ৫টি মূর্তির ওজন ২১.২৫০ কেজি।

ড. মোঃ আতাউর রহমান জানান, হস্তান্তরকৃত মূর্তিগুলো কুমিল্লার ময়নামতি জাদুঘরে রাখা হবে।

হস্তান্তরকালে ফেনী ব্যাটালিয়ন উপ অধিনায়ক মেজর মোঃ সেলিমুদ্দোজা, সহকারি পরিচালক মোঃ দেলোয়ার হোসেন, ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান হাসিবুল হাসান সুমি ও আঞ্চলিক পরিচালকের দপ্তরের গবেষণা সহকারি মোঃ ওমর ফারুক উপস্থিত ছিলেন।