ফেনীতে ব্যাটারিচালিত অটোরিকশা টমটম চলাচলের অনুমতির দাবি জানিয়েছে জেলা যাত্রী কল্যাণ পরিষদ। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে শহরের টমটম চলাচলের অনুমতি, গণপরিবহনে ন্যায়সঙ্গত ভাড়া নির্ধারণ ও যাত্রী হয়রানি বন্ধের দাবি জানান পরিষদের নেতারা।

যাত্রী কল্যাণ পরিষদ ফেনীর আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোঃ মীর হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পরিষদের যুগ্ম আহবায়ক এডভোকেট শেখ মোহাম্মদ বাহার উল্যাহ্ ও টমটম মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা সিনিয়র আইনজীবী এড. বাবু সমীর কর।

মানববন্ধনে বক্তারা ফেনী পৌর এলাকায় টমটম চলাচলের অনুমতি, বিভিন্ন সড়কে গনপরিবহনের মালিক শ্রমিক অরাজকতা বন্ধ, লাইসেন্স, ফিটনেসবিহীন পরিবহন চলাচল বন্ধ এবং ন্যায়সঙ্গত ভাড়া নির্ধারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

এসব সমস্যা সমাধানে শীঘ্রই জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলেও জানান সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বিভিন্ন সচেতন যাত্রী সাধারন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।