পরশুরামে বজ্রপাতে নিহত দুই সহোদরের পরিবারের পাশে দাঁড়িয়েছে ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাব। আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় তাদের পরিবারের জন্য একমাসের খাদ্যসহায়তা প্রদান করেছে সরকার নিবন্ধিত এ স্বেচ্ছাসেবী সংগঠনটি।

সংগঠনের সাধারন সম্পাদক নাহিদ হায়দার জানান, পরিবারটির আর্থিক অস্বচ্ছলতার বিষয়ে অবগত হয়ে আমরা তাদের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল ৫০ কেজি, ডাল ২ কেজি, আলু ৫ কেজি, তেল ৫ কেজি, রসুন ২ কেজি, পেঁয়াজ ২ কেজি, লবন ২ কেজি, লাউ ৩ টি, মুরগি ২ পিস, মরিচ ১ কেজি ও হলুদ ১ কেজি।

সভাপতি আনোয়ার হোসেন জাহিদ বলেন, আমাদের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় এ কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। মানবিক কর্মকান্ডের মাধ্যমে আমরা সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর বজ্রপাতের শিকার হয়ে পরশুরামের পৌর এলাকার গুথুমা গ্রামের খারিজকোনা গ্রামের ৮নং ওয়ার্ডের মোস্তফা মেম্বার বাড়ী সংলগ্ন কালাধন সরকারের দুই ছেলে মোঃ করিম (২৮) ও স্বপন (২৪) একসাথে মারা যায়।