ফেনীতে নানা আয়োজনে জাতীয় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের ডাঃ সাজ্জাদ হোসেন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ। ‘আমার রক্ত শত ধমনীতে আনবে নতুন প্রাণ, অন্ধ আঁখিতে রশ্মি জ্বালাতে করবো দৃষ্টিদান’ এ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।

সভায় জেলা প্রশাসক বলেন, রক্তদানের বিষয়টি আগের চেয়ে অনেক সমৃদ্ধ হয়েছে। এ প্রক্রিয়ার সঠিক পরীক্ষা নিশ্চিত করতে হবে। রক্ত সংগ্রহের সঠিক প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি দক্ষ টেকনোলজিস্ট নিয়োগের আহবান জানান জেলা প্রশাসক।

মরণোত্তর চক্ষুদান প্রসঙ্গে মোঃ ওয়াহিদুজজামান বলেন, মারা যাওয়ার পরে চক্ষু দান করলে এমন কোন বড় সমস্যা হবেনা। সকলের মাঝে স্বেচ্ছাসেবী কার্যক্রম ছড়িয়ে দিতে হবে। এতে অন্ধজন উপকৃত হবে।

সভায় সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন বলেন, রক্তদানের বিষয়টি সকল ধর্মেই সু-প্রতিষ্ঠিত। বর্তমান চিকিৎসা বিজ্ঞান যেভাবে আধুনিক হয়েছে তাতে অনেক অঙ্গ কৃত্রিম সংযোজন করা হচ্ছে। যেগুলো কৃত্রিমভাবে সম্ভব নয় তা মানুষের দানের উপর নির্ভর করছে।

তিনি বলেন, মুমূর্ষু রোগীর জীবন বাঁচানোর জন্য সকলে স্বেচ্ছায় রক্তদানে উদ্ধুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে মানুষ অনেক উপকৃত হবে। এটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি সামাজিক আন্দোলন হিসেবে দাঁড় করতে হবে।

সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা (সমন্বয়) ডাঃ শরফুদ্দিন মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, সহকারী পরিচালক (ক্লিনিকাল কন্ট্রাসেপশান) ডাঃ আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এস আর মাসুদ রানা, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইফতেখার উদ্দিন চৌধুরী, ফেনী পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কৃষ্ণপদ সাহা, ফেনী প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশানের সভাপতি জনাব হারুন উর রশীদ।

সভা শেষে কমিশনার জয়নাল আবেদীন ব্লাড ব্যাংকের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাব এবং সহায়’র সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করে।