ফেনীতে ৫শ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করেছে সামাজিক বনবিভাগ। আজ বুধবার (৪ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল হতে এসব কাঠ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন সামাজিক বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মাকসুদ আলম। তিনি জানান, জব্দকৃত কাঠের মূল্য প্রায় ১০ লাখ টাকা।

বন কর্মকর্তা জানান, কাঠ পাচারের গোপন খবর পেয়ে বন বিভাগের একটি বিশেষ দল অভিযানে বের হয়। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি সন্দেহভাজন কভার্ডভ্যানকে আমরা ধাওয়া করি। আমাদের ধাওয়া খেয়ে মহিপালে ফ্লাইওভারের নিচে গাড়ি রেখে (ঢাকা মেট্রো-ট ২২-৮৭৬৮, ঢাকা মেট্রো- ড ১৪-০৮-৯৩) এর চালক দুজন পালিয়ে যায়। পরে কভার্ডভ্যানে তল্লাশী চালিয়ে ভেতরে বোঝাইকৃত ৫শ ঘনফুট অবৈধ সেগুন ও গুল কাঠ পাওয়া যায়। কভার্ডভ্যান দুটোসহ কাঠগুলো জব্দ করে আমাদের কার্যালয়ে নিয়ে আসা হয়।

বনবিভাগের ফেনী সদর রেঞ্জ কর্মকর্তা তপন কুমার দেবনাথ জানান, এ বিষয়ে মামলা দায়ের করা হচ্ছে। কাঠ পাচার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

ছবিঃ মীর হোসেন রাসেল