ছাগলনাইয়ায় ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যে আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স আঙ্গিনায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের'র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, উপজেলা ইউসিসিএ লিঃ সভাপতি মুজিবুর রহমান মুজিব, থানার উপপরিদর্শক মাঈন উদ্দিন।

তথ্য সেবা আপা প্রকল্পের (২য় পর্যায়) তথ্য সেবা অফিসার তানজিনা আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ইউছুপ মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, ষ্টার ইসলামিক ফাউন্ডেশন বহুমূখী সমবায় সমিতির সভাপতি ছলিম উল্যাহ ভূঁঞা, আমানত মাল্টিঃ সোসাইটির সভাপতি জামশেদ আলম চৌধুরী, আপন বহুমূখী সমবায় সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন পাটোয়ারী, ইউসিসিএ লিঃ এর সদস্য মির্জা মীর কাশেম। এ সময় বিভিন্ন উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।