ছাগলনাইয়ায় মহিলা বিষয়ক অফিসের আয়োজনে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় উপকার ভোগীদের স্বাস্থ্য সেবা জোরদার করার লক্ষ্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহেরের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিষয়ে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম ফেরদৌস জাহান বেগম শারমিন। এসময় আমন্ত্রিত অতিথিদের মাঝে বক্তব্য রাখেন ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী, পৌর কাউন্সিলর শাহেনা আক্তার, আলেয়া বেগম মনজু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এসএসিএমও রোজি সুলতানা আক্তার।

অনুষ্ঠানে ৫০ জন মহিলাকে ল্যাকটেটিং মদার কার্ড বিতরণ করা হয়।