ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের বলেছেন, দেশে সংঘটিত সকল দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস কর্মীদের অপরিসীম ভূমিকা রয়েছে। নিজেদের জীবনের মায়া ত্যাগ করে দেশ ও জাতির জন্য কাজ করছেন তারা।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ‘প্রশিক্ষণ-পরিকল্পনা-প্রস্তুতি দুর্যোগ মোকাবেলায় আনবে গতি’ এ প্রতিপাদ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চলমান বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতেও ফায়ার সার্ভিস কর্মীদের আন্তরিক ভূমিকা প্রশংসা করে ইউএনও বলেন, আশা করি অতীতের ন্যায় ভবিষ্যতেও সকল দুর্যোগ মোকাবেলায় আপনারা অসামান্য অবদান রাখবেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ছাগলনাইয়া স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার লিডার আবুল কালামের সভাপতিত্বে ও লিডার নজরুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্টেশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় স্টেশনে কর্মরত সদস্যদের বিনোদনের জন্য একটি ২৪ ইঞ্চি এলইডি টিভি উপহার দেন ইউএনও।