বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেছেন, যত বিভেদই থাকুক, নিজেদের স্বার্থের প্রশ্নে সাংবাদিকদের এক হতে হবে। পিআইবি’র উদ্যোগে ফেনীতে আয়োজিত তিন দিনব্যাপী অনুসন্ধানীমূলক রিপোর্টিংয়ের প্রথম দিনের সমাপনীতে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথাগুলো বলেন।

তিনি বলেন, ফেনী প্রখ্যাত সাংবাদিক আবদুস সালাম ও এবিএম মুসার জনপদ। এ জনপদে সাংবাদিকতার জাগরণ তৈরী করতে হবে।
বক্তব্যে তিনি বলেন, দূঃখজনক হলেও সত্যি, করোনার দূর্যোগকালীন সময় অনেক সম্পাদক ও মালিক তাদের কর্মীদের ছাঁটাই করেছেন, নূন্যতম বেতন-ভাতাও পরিশোধ করেননি। অথচ গণমাধ্যমকর্মীরাই করোনাকালে সঠিক দায়িত্ব পালন করেছেন।

মহাপরিচালক বলেন, সারাদেশে নামধারী সাংবাদিকদের কারণে মূলধারার সাংবাদিকদের সম্মানহানি হচ্ছে।

পিআইবি’র প্রশিক্ষক শাহ আলম সৈকত এর পরিচালনায় প্রশিক্ষণটি সোমবার (২৩ নভেম্বর) শুরু হয়। শেষ হবে ২৫ নভেম্বর। প্রথম ও দ্বিতীয় দিন প্রশিক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন নিউইয়র্ক টাইমস এর স্ট্রিংগার ও বৈশাখী টেলিভিশনের পরিকল্পনা পরামর্শক জুলফিকার আলী মানিক। তৃতীয় দিন প্রশিক্ষক হিসেবে থাকার কথা রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক (গণযোগাযোগ বিভাগ) ড. শেখ শফিউল ইসলাম।