করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারনে প্রতিবারের ন্যায় এবার ফেনী মুক্তদিবস ঘটা করে পালন করা হচ্ছে না। আগামী ৬ ডিসেম্বর ফেনীতে সীমিত পরিসরে পালিত হবে ফেনী মুক্তি দিবস। আজ রবিবার (২৯ নভেম্বর) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় এমন সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।

জেলা প্রশাসক বলেন, ফেনী মুক্ত দিবসে প্রতিবারের মতো এবার মুক্তিযুদ্ধ সমাবেশ হবে না। তবে মুক্তিযোদ্ধারা যদি আসে সীমিত পরিসরে আয়োজন করা হবে।

এছাড়াও বিজয় দিবসের প্রস্তুতি সভায় সকালে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ জাতীয় পতাকা উত্তোলন ও সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ সুমনী আক্তারের সঞ্চালনায় সভায় ফেনী পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ রানাসহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।