ফেনী নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে এক মাছ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে ৭শ কেজি পিরানহা জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ১২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রজত বিশ^াস ও মোঃ মনিরুজ্জামান এ অভিযানে অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয় জানান, নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির খবর পেয়ে ফেনী পৌর মৎস্য আড়তে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ পিরানহা মাছ বিক্রির করায় মায়ের দোয়া নামীয় একটি মাছের আড়তকে মৎস্য সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওই আড়ত হতে ৭শ কেজি পিরানহা জব্দ করা হয়।

মৎস্য কর্মকর্তা জানান, এ মাছ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই এটি বাজারজাতকরণে নিষেধাজ্ঞা রয়েছে।

অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান, সহকারি মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলামসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।