তৈরিকৃত খাদ্যদ্রব্য ঢেকে না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশ ও আবর্জনার ড্রাম যথাস্থানে না রাখায় ফেনীর ঐতিহ্যবাহী জালালিয়া সুইটসক ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া আফরোজ এ অভিযান চালান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানে শহরের শান্তিধারা আবাসিক এলাকায় জালালিয়া সুইটসের কারখানায় গিয়ে দেখা যায়, খাদ্যে মিশ্রিত রং অনুমোদিত নয়। এছাড়া ময়লার ড্রাম যথাস্থানে রাখা হয়নি। তাই আইনানুসারে ওই হোটেলটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, অভিযানে একই এলাকার রিমন হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মাস্ক ব্যবহার না করায় ৩ জনকে ৯শ টাকা জরিমানা করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।