বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপের শিরোপা জিততে মুখিয়ে আছে ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ফুটবল দল। সেই স্বপ্ন বাস্তবায়নে আগামীকাল শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল দলের বিপক্ষে মাঠে নামবে টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা দলটি।

জেলা, আঞ্চলিক ও বিভাগীয় পর্যায়েও অসংখ্য জয় পেলেও জাতীয় পর্যায়ে কখনো শিরোপা জেতার স্বাদ পায়নি দলটি। আগামীকাল সে স্বপ্নের দ্বারপ্রান্তে এসে কোনভাবে সেটি হাতছাড়া করতে চায় না ছাগলনাইয়া পাইলট। টিমের অধিনায়ক আরমান হোসেন অভি জানায়, ফাইনালে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের মুখোমুখি হব আমরা। এর আগেও একবার আমরা তাদের মুখোমুখি হয়েছি। গোল শূন্য ফলাফলে ম্যাচটি ড্র হয়েছিলো। তবে ফাইনাল ম্যাচে শিরোপা জেতার লক্ষ্যে আমাদের দলের সকল খেলোয়াড় লড়াই করবে এবং ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হয়ে ফুটবলে ফেনীর মুখ সমুজ্জ্বল করব।

গতকাল বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে টুর্ণামেন্টের সেমিফাইনাল ম্যাচে ঝিনাইদহ মাওলানা বাদ হাই স্কুল দলকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ানশীপের ফাইনালে উত্তীর্ণ হয় ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় দল।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আবদুল বাতেন কোমল ছাগলনাইয়া পাইলট ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করছেন। ফাইনালে দলের প্রত্যাশা সম্পর্কে তিনি দৈনিক ফেনীকে জানান, ছাগলনাইয়া পাইলট স্কুল টিমের প্রত্যেকটি খেলোয়াড় কোয়ালিটি সম্পন্ন। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে তারা চ্যাম্পিয়ান হয়েছে। এবার জাতীয় পর্যায়েও আল্লাহ সহায় থাকলে ছেলেরা চ্যাম্পিয়ন শিরোপা ঘরে তুলবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন, আমার স্কুল শুধু ছাগলনাইয়া কিংবা ফেনী জেলার নয়, এটি সমগ্র চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি দল হিসেবে খেলবে। আশা করি ছেলেরা সমগ্র চট্টগ্রামের মুখ উজ্জ্বল করবে।