ভূমি সংক্রান্ত সেবা তাৎক্ষণিক নিশ্চিতে ভূমি ব্যবস্থাপনা শতভাগ ডিজিটালাইজেশনের কাজ চলছে। এর ফলে ই নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদানসহ সবধরণের তথ্য পাওয়া যাবে ঘরে বসেই। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মোঃ মোস্তফা কামাল জানান, ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নের মাধ্যমে ব্যক্তি তার ভূমি সংক্রান্ত সকল তথ্য পাবেন ওয়ান স্টপ সার্ভিস এর মত। এ লক্ষ্যে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) ফেনী সার্কিট হাউজে দিনব্যাপি ই নামজারি শতভাগ অটোমেশন ও ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যারে চলমান ডাটা এন্ট্রি কার্যক্রম সম্পন্নকরণের প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিতকরণ এবং উত্তরণের উপায় নির্ধারণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান।

ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোজাফফর আহমেদ। ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার মো. হেমায়েত উদ্দিন ও ভূমি সংস্কার কমিশনার জিনিয়া জিন্নাতের যৌথ সঞ্চালনায় চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লা, চাঁদপুর, বাহ্মণবাড়িয়ার আট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সহকারি কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাসহ মোট ৩২ জন কর্মশালায় অংশগ্রহণ করেন।

চেয়ারম্যান বলেন, বলা আছে আঠাশ দিনের মধ্যে ই-নামজারি সম্পন্ন হবে। প্রকল্পের উদ্দেশ্য প্রসঙ্গে বলেন, ভূমির অবাধ তথ্য প্রবাহ, নাগরিকের ভূমি বিষয়ক সর্বোচ্চ সেবা, স্বচ্ছতা নিশ্চিতকরণ, ভূমি বিষয়ক নানারকম জটিলতা কমিয়ে আনা।
তিনি বলেন, মানুষ যেন তার ভূমি সংক্রান্ত তথ্যে বাড়িতে বসে পায় তাই সরকার অনলাইন কার্যক্রম সুসংহত করছে। এটি নিশ্চিত করতে কাজ করছি আমরা।

প্রকল্প পরিচালক বলেন, পাঁচ বছর মেয়াদী প্রকল্পের কর্মপরিকল্পনা অনুযায়ী চলতি বছরের জুন মাসের মধ্যে ভূমি সংক্রান্ত তথ্য সন্নিবেশের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এরপর সেবা প্রদানে পরীক্ষামূলক কাজ শুরু হবে।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী জানান, জেলার ৬ উপজেলা ভূমি অফিসে ই-নামজারি চালু রয়েছে।