ফেনীতে অনুমোদনহীন বাণিজ্য মেলার বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ফেনীর ক্ষুদ্র ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ফেনী গ্র্যান্ড হক টাওয়ার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন।

মানববন্ধনে ফেনীর ক্ষুদ্র ব্যবসায়ীরা নিজেদের দুরাবস্থার কথা তুলে ধরে মেলা বন্ধের দাবি জানান। এসময় তারা মেলা বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।

ব্যবসায়ীরা জানান, শিল্প ও বানিজ্য মেলার নামে শহরের ওয়াপদা মাঠে কোন ধরনের অনুমতি ছাড়াই প্রায় এক মাস ধরে মেলা চলছে। অথচ করোনাকালীন সময়ে ফেনীর ব্যবসায়ীরা ব্যবসা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। ব্যবসা-বাণিজ্য পুনরায় চালু হওয়া মাত্র এ মেলার আয়োজনের ফলে ফেনীর ক্ষুদ্র ব্যবসায়ীরা পথে বসবে। সরকার যেখানে একুশে বইমেলার অনুমোদন দেয়নি এবং ঢাকায় বাণিজ্য মেলার অনুমোদন দেয়নি সেখানে ফেনীতে এ ধরনের মেলার আয়োজন সত্যিই আশ্চর্যজনক। কোন রকম অনুমোদন ছাড়াই তারা কাজ শুরু করে দিয়েছে। প্রতি বছর দেখা যায় সীমিত সময়ের অনুমতি নিয়ে মাসকে মাস চলতে থাকে।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, যদি রবিবারের ভেতর মেলা বন্ধ না হয় তাহলে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি এবং পরবর্তীতে বৃহত্তর কর্মসূচির ডাক দিবেন। মেলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে ফেনীর বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।